চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ডা. আকরাম পারভেজ চৌধুরী অধ্যক্ষ হিসেবে যোগদান উপলক্ষে সিআইডিসির এমইইউ সেমিনার হলে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি আই এম সি এইচ এর ডাইরেক্ট অধ্যাপক ডা, আমির হোসেন, সিআইএমসির ভাইস প্রিন্সিপাল ও দেশ ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন, সিআইডিসিএইচ’র ডাইরেক্টর অধ্যাপক ডা. শাহিকুল জব্বার ও সিআইডিসির ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহাম্মদ আলী হোসাইন। সভায় সভাপতিত্ব করেন সিআইডিসি গভর্নিং বডির চেয়ারম্যান জালাল উদ্দিন আকবর।
ঢাকা ডেন্টাল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী ইতোপূর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ডেন্টাল সায়েন্সের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বাংলাদেশ এসোসিয়েশন অব্ ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস (বামোস)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী।
মন্তব্য নেওয়া বন্ধ।