দুস্থ ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (এসডব্লিওএস) আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। সম্প্রতি নগরের সদরঘাট বাস টার্মিনালে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কদম মোবারক এতিমখানার অধীনে থাকা অন্তত ৭০ জন এতিম শিশু অংশ নেয়। পরে ইফতারের শেষে এসব শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জানতে চাইলে ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ আশিকুল মাহমুদ ইরফান বলেন, সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজকে আলোকিত করার প্রত্যয় থেকে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্লাবের সদস্যরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবারও তার ব্যাতিক্রম হয়নি।
তিনি আরও বলেন, খাবার পেয়ে পথশিশুরা অনেক খুশি হয়েছে। আগামীতে তাদের জন্য আরও ভালো কিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, বিজনেস অনুষদের দুই শিক্ষক-অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী ও প্রভাষক উম্মে হুমায়রা, ক্লাবের সদস্য এবং সিআইইউর চার অনুষদের শিক্ষার্থীরা।
মন্তব্য নেওয়া বন্ধ।