সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ। ১৫ নভেম্বর থেকে এই সময়সূচি কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর থেকে অফিসের এই নতুন সময়সূচি কার্যকর হবে। সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করবে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এর আগে গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছিল মন্ত্রিসভা।