অবশেষে শাটল গেলো চবি

দুর্ঘটনার পর টানাপোড়েন শেষে তিন দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ট্রেন ছেড়েছে বটতলী স্টেশন থেকে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল ২টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে।

এর আগে সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, চট্টগ্রাম বিশ্ববিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রেল শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা হয়।

চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম জানান, বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেনের জিআরপি, আরএনবি মোতায়েন, ভবিষ্যতে লোকো মাষ্টারদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন। রোববার ২টা ৫০ মিনিট হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেল শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।