অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরুমছড়া ও জুঁইদন্ডী ইউনিয়নের নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মোহাম্মদ আবছারকে ও আব্দুল কুদ্দুসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

আনোয়ারা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় দুজনকে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইনের সংশোধিত ২০২৩-এর ১৫ ধারায় ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।