চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করা ও বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডার বাজারজাত করার দায়ে একজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, রোববার গভীর রাতে বৈলতলী ইউনিয়নের বশরতনগর এলাকায় একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে ৮০টি অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র চন্দনাইশ উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে আসছিল এবং লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করছিল।
এসব ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারগুলো যেকোন সময় বিস্ফোরিত হয়ে গ্রাহকের বাসায় বা প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটতে পারে। সিলিন্ডারগুলোতে অনেক সময় ওজনে গ্যাস কম দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
অভিযানে আটক ব্যক্তিকে জরিমানা করে এবং ভবিষ্যতে অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিং করবে না মর্মে মুচলেকা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
মন্তব্য নেওয়া বন্ধ।