অবৈধ ভবন নির্মাণ ও পুকুর ভরাটে জরিমানা ৫০ হাজার টাকা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌর সদরের কবুতরহাট এলাকায় রশিদ ভবনের মালিক আবুল মুনছুরকে অননুমোদিত ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও পুকুরের কিছু অংশ ভরাটের চেষ্টার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল আলম এ জরিমানা করেন।

অভিযানে নকশা বহির্ভূত নির্মিত অংশটি গুড়িয়ে দেয়া হয়। এসময় পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অবৈধ ভবন নির্মাণ ও পুকুর ভরাটে জরিমানা ৫০ হাজার টাকা 1

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম চট্টগ্রাম খবরকে বলেন, ‘নিয়ম লঙ্ঘন করে নকশা পরিবর্তন করে ভবন নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগে রশিদ ভবনের মালিককে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

নকশাবহির্ভূত যে ভবনগুলো করা হয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে সকলের প্রতি আহ্বান জানায়’।

মন্তব্য নেওয়া বন্ধ।