“গত ১০ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি গ্রামের হয়েছে ব্যাপক উন্নয়ন। ইতিমধ্যে আনোয়ারার ৭৫ শতাংশ উন্নয়ন কাজ হয়েছে, আর বাকি রয়েছে ২৫ শতাংশ কাজ। এ অসমাপ্ত কাজগুলো শেষ করতে আশা করছি এবারও জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ্।”
গতকাল রোববার (১৯ মে) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া এলাকার নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
তিনি আরও বলেন, “আনোয়ারায় একটি মহা সমস্যা হচ্ছে খাওয়ার পানির তীব্র সংকট। কাফকো ও কেইপিজেড অতিরিক্ত পরিমাণে ভূগর্ভস্থ পানি তুলে ফেলায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে, যার কারণে অগভীর নলকূপগুলোতে পানি মিলছে না। এসব এলাকার ব্যাপক হারে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ।
তিনি বলেন, “আমি সেবক হিসেবে জনগণের পাশে থেকে সেবা করেছি। আগামীতেও জনগণের সঙ্গে থেকে সেবা করতে চাই। আমার সময়ে এই উপজেলার কোনো মানুষকে হয়রানি বা অশান্তিতে থাকতে হয়নি। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই আপনাদের। আশা করছি ২৯ মে দোয়াত কলমে ভোট দিয়ে এইধারা অব্যাহত রাখবেন।”
বৈঠকে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরী ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর করিম চৌধুরী বাবুল, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এএইচএম ওসমান গণি রাসেল, উপজেলা আওয়ামীলীগ নেতা আজাদ সিকদার, ইউপি সদস্যা নাজমা আকতারসহ তার কর্মী সমর্থকরা।
মন্তব্য নেওয়া বন্ধ।