অসুস্থ সাংবাদিক আনোয়ারুলকে দেখতে গেলেন বিএনপি নেতা মোস্তাফিজুর

আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম আনোয়ারুল হক অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপির নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

গত শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আনোয়ারুল হকের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম তৌহিদ।

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বলেন, আনোয়ারুল হক সাংবাদিকতা জগতে একজন নির্ভরযোগ্য নাম। তার সততা ও নিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তার অসুস্থতা আমাদের জন্য দুঃখজনক হলেও আমরা আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।