অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে লাইসেন্সবিহীন ২টি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরাগের আর রহমান বেকারি ও কালাবিবি দীঘি এলাকার নিউ ঢাকা বেকারীকে ৫০ হাজার টাকা করে দুইটিকে ১ লাখ টাকা জরিমানা করেন প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার কালাবিবি দীঘি এলাকায় নিউ ঢাকা বেকারি ও বৈরাগ এলাকার আর রহমান নামে দুইটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি করেছিল দুটি প্রতিষ্ঠান৷ তাদের নেই কোনো বিএসটিআই কর্তৃক অনুমোদনও।

এ দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদানসহ সর্তক করা হয়। অভিযানে বিএসটিআই কর্তৃপক্ষসহ পুলিশ প্রশাসন সহোযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির ও অনুমোদন না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করে করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।