ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক পুরস্কার পেয়েছেন রাঙামাটির লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় ২০২৩ সালে নিজ কর্মক্ষেত্রে প্রসংশনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে ২০২৩ সালের প্রশংসনীয় ও স্বীকৃতি স্বরূপ হিসেবে ভালো কাজে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় তাকে।
ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, মহান আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি। অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ স্যার ও আমার সকল সহকর্মীদের প্রতি।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। আমি অত্যন্ত খুশি আইজিপি পুরস্কার পেয়ে। আগামী দিনেও মানুষের সেবা করে যেতে চাই আমি। সবার দোয়া চাই, এই পুরস্কার যেন আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগায়।
মন্তব্য নেওয়া বন্ধ।