চট্টগ্রাম নগরীর এক নম্বর ওয়ার্ডের আমান বাজারে আইপিএল খেলার প্রিয় দলের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ফারুক হত্যার প্রধান দুই আসামী ফয়সাল ও ফরহাদকে আটক করেছে রাব-৭।
সোমবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
তিনি বলেন, গত ৫ এপ্রিল ভারতের টিটুয়েন্টি টুর্নামেন্ট আইপিএল-এর দল নিয়ে, খেলোয়াড় নিয়ে তর্কের জেরে ফারুক (৩৫) নামে এক ব্যক্তি খুন হন। উক্ত ঘটনায় ভিকটিমের মা সুরমা বেগত বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেমে ৫ জনকে আসামে করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বিষয়টি আমরা তদন্ত শুরু করি।
তিনি আরও বলেন, তদন্তের এক পর্যায়ে আসামিরা গা ঢাকা দেয়। আমরা উন্নত তথ্য প্রযুক্তির সাহায্যে একজনকে কক্সবাজার এবং অপরজনকে নোয়াখালী থেকে আটক করেছি। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।