আইপিএল শ্রেষ্ঠত্বের তর্কে ফারুক হত্যা—আরও এক আসামি র‌্যাবের জালে

চট্টগ্রাম নগরীর এক নম্বর ওয়ার্ডের আমান বাজারে আইপিএল খেলার প্রিয় দলের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ফারুক হত্যা মামলার আসামি আলী হায়দার প্রকাশ মোহাম্মদ আলীকে আটক করেছে র‌্যাব-৭। আলী হাটহাজারীর লালিয়ারহাট এলাকার নুরুন্নবীর ছেলে।

রোববার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার। তিনি বলেন, গত বছর ৫ এপ্রিল ভারতের টি-টুয়েন্টি টুর্নামেন্ট আইপিএল-এর দল ও খেলোয়াড় নিয়ে তর্কের জেরে ফারুক (৩৫) নামে এক ব্যক্তি খুন হন। উক্ত ঘটনায় ভিকটিমের মা সুরমা বেগত বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেমে ৫ জনকে আসামে করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বিষয়টি আমরা তদন্ত শুরু করি।

তিনি আরও বলেন, তদন্তের এক পর্যায়ে আসামিরা গা ঢাকা দেয়। আমরা উন্নত তথ্য প্রযুক্তির সাহায্যে দুই আসামী ফয়সাল ও ফরহাদকে কক্সবাজার এবং নোয়াখালী থেকে আটক করেছিলাম। এবার আমাদের অভিযানে আলী হায়দার প্রকাশ মোহাম্মদ আলী আটক হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে থানা পুলিশ মঈন উদ্দিন চিশতীকে আটক করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাজিম কলোনির ফারুকের দোকানে একই এলাকার ফয়সাল (২১) নামে এক যুবকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এতে ফয়সাল সামান্য আঘাতপ্রাপ্ত হয়। সে দোকান থেকে বেরিয়ে মধ্যরাতে অন্তত ২৫ থেকে ৩০ জন সদলবলে কলোনিতে এসে ফারুক ও তার বোন জেসমিনকে (২১) পিটিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।