আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) যৌথ সভা সম্প্রতি সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) ২০২৪ সালের জন্য চেয়ারম্যান মনোনীত হন প্রদীপ পাল এবং সেক্রেটারি মনোনীত হন মো. রকিবুল ইসলাম মৈশান।
এছাড়াও মোহাম্মদ শাহিদ এবং মো. রেজওয়ান হাসান যথাক্রমে ভাইস-চেয়ারম্যান ও ট্রেজারার মনোনীত হন।
প্রদীপ পাল বর্তমানে ইনফিনিয়া গ্রুপে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. রকিবুল ইসলাম মৈশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ শাহিদ কস্ট এন্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার ও খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং-এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার। মো. রেজওয়ান হাসান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।