আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজহারুল হক। শনিবার (২১ অক্টোবর) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ উপ-কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, কো-চেয়ারম্যান চৌধুরী খালেকুজ্জামান ও সদস্য সচিব আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে সদস্য করা হয়েছে ১৬২ জনকে।
অ্যাডভোকেট আজহারুল হক ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রথমে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিয়ে শুরু হয় ছাত্ররাজনীতি। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে সর্বশেষ চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে ছাত্ররাজনীতি শেষ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বরত আছেন।
উত্তর রোসাংগিরী আহমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু। পরে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও নাজিরহাট কলেজ থেকে এইস এস সি পাশ করে চট্টগ্রাম প্রিরিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি(অনার্স) এলএল.এম শেষ করেন। এরপর তিনি ২০০৯ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেটশীপ অর্জন করেন। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ও চট্টগ্রাম জজ আদালতের একজন নিয়মিত আইন প্রাক্টিশনার হিসেবে নিয়োজিত রয়েছেন।
এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশিত দলীয় বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক, সেচ্ছাসেবী কর্মকাণ্ডেও আগ্ৰহী ভূমিকা পালন করে যাচ্ছেন।
উপ-কমিটিতে যুক্ত হওয়ার বিষয়ে অ্যাডভোকেট আজহারুল হক বলেন, আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানীত সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সব নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মন্তব্য নেওয়া বন্ধ।