আওয়ামী লীগের বিচার ও দ্রুত কালুরঘাত সেতু বাস্তবায়ন করতে হবে: ডা. আবু নাছের

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও চট্টগ্রাম ০৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো: আবু নাছের বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এখনো তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বোয়ালখালী তথা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কালুরঘাত সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আমীর ডা. খোরশেদ আলম সভাপতিত্ব ও সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, অধ্যাপক মাহামুদুল হাসান, সাবেক ছাত্রনেতা নুরুল হক, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের পাঠাগার সম্পাদক ইঞ্চিনিয়ার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও চট্টগ্রাম ০৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো: আবু নাছের, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি আব্দুর রহিম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদের সদস্য মাওলানা দিদারুল আলম, মাওলানা মফিজুর রহমান, ফরিদ উদ্দিন,মুহাম্মদ হারুন, আবুল মনসুর, আব্দুর রহমান, সাইদুল আলম, ফয়েজুল্লাহ, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বুড়িপুকুর গিয়ে শেষ হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।