বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে না আসলেও আওয়ামী লীগ ও অন্যান্য কিছু দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতেও চলছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের ঠিক আগে এবার বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন প্রায় শতাধিক নেতাকর্মী। যা নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে মুগ্ধ হয়েই দল বদলেছেন তারা।
জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও আলোচনা সভা করেন ২৯৯নং রাঙামাটি আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও জনসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আসা নেতাকর্মীদের বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াশিংটন চাকমা, আশিষ কুমার চাকমা নব, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর নেতৃত্ব গুণে মুগ্ধ হয়ে উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতির অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করবেন বলে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।