ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আপনারা ভালো মানুষ পেয়েছেন বলে আজ কর্ণফুলীর প্রতিটি গ্রাম-গঞ্জে ব্যাপক উন্নয়নে পরিণত হয়েছে শহরে। কর্ণফুলীর উন্নয়নের দায়িত্ব আমার। দেশে যে পরিমাণ উন্নয়ন আওয়ামী লীগ সরকার করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৭ নম্বর ওয়ার্ড এলাকার ইব্রাহিম মুন্সী জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, দেশের মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্থার এসেছে ব্যাপক পরিবর্তন। শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন, সুন্দর সুন্দর মানুষ ভালো ভালো কথা বলে মন ভোলানোর চেষ্টা করবে। আপনারা ভালো মানুষ দেখে ভালো মানুষের সাথেই থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন—কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক মো. সেলিম হক, এলজিইডির কর্ণফুলী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুর রহমান, মো. আলমগীর খসরু, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, ইব্রাহিম মুন্সী শাহী জামে মসজিদের সভাপতি মো. এয়াকুব মুন্সী, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহম্মদ, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজাসহ নেতাকর্মীরা।
এর আগে, ভূমিমন্ত্রী কর্ণফুলীর চরলক্ষ্যা ৭ নম্বর ওয়ার্ড এলাকার এস আলম সুগার মিল-ইউএনআর খোয়াজনগর হাফিজ মনির উদ্দিন সড়ক এবং পরে শিকলবাহা ইউনিয়নের মাষ্টারহাট-ফকিরনীর হাট জিসি মেরিন একাডেমি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।