চট্টগ্রামের আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৩ জুন) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকায় বন্ধন ক্লাব ও স্পোটিং ক্লাবের যৌথ আয়োজনে মেরিন একাডেমি ফ্রেন্ডশীপ মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
খেলা পরিচালনা কমিটির সমন্বয়ক মোরশেদুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বৈরাগ চেয়ারম্যান নোয়াব আলী, সমাজসেবক এয়াকুব আলী, উপজেলা যুবলীগ নেতা সালাহ উদ্দিন সারো, তোফায়েল আহমেদ, রমজান আলী, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ জাহেদ, এস.এম ইকবাল হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বখতিয়ার সোসাইটি ফুটবল একাদশ ১-০ গোলে বাঁশখালী থ্রি-স্টার ক্লাবকে পরাজিত করে।
মন্তব্য নেওয়া বন্ধ।