বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ প্রয়াত রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে আনোয়ারার হাইলধরস্থ কবরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও সাধারণ সম্পাদক মো. রিদোয়ানুল হক রহিম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, সদ্য ঘোষিত কমিটির সহ সভাপতি মোস্তাক আহমেদ টিপু, মো. আনোয়ার, দিদারুল ইসলাম চৌধুরী, মো. আল জাকির, মো. আবুল মনছুর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম, মো. নুরু উদ্দিন জাবেদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক মো. আরিফ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।
প্রসঙ্গ, গত মঙ্গলবার (৪ জুলাই) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলী’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও সাধারণ সম্পাদক করা হয় রিদোয়ানুল হক রহিমকে।
মন্তব্য নেওয়া বন্ধ।