আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন ইউএনও

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।

সোমবার রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ৫টি ঘরের ৯ পরিবারকে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার এবং কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ প্রকৌশলীসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এরআগে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরলক্ষ্যা (৫ নম্বর ওয়ার্ড) হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মো. জসিম উদ্দিন।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-ওই এলাকার আমির হোসেন, আলী হোসেন, সেকান্দর, ছগীর আহমেদ, বান্টু, শেখ আহমেদ, মনছুর আলী, আবদুর রহমান এবং মো. আলী।

এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার আমির হোসেনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই নয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ধান-চাল, আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিকস পণ্যসামগ্রীসহ সব মালপত্র এবং আমির হোসেনের দুইটি গবাদিপশু (গরু) পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

অগ্নিকাণ্ডের বিষয়ে চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মো. জসিম উদ্দিন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৯টি পরিবার সম্পূর্ণ পুড়ে গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।