আগ্রাবাদ জামান’স—খাবারে কেমিক্যাল, অস্বাস্থ্যকর পরিবেশ, গুনলো জরিমানা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের জামান’স বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগ্রাবাদের এক্সেস রোডে অভিযান পরিচালনা করে জামান’স রেস্টুরেন্টের খাবারে অননুমোদিত রঙ ও কেমিক্যাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত জামান’স রেস্টুরেন্টকে খাদ্য দ্রব্যে অননুমোদিত রঙ, কেমিক্যাল মেশানোয় এবং নোংরা, অপরিস্কার পরিবেশে খোলা খাবার ডাস্টবিনের পাশে সংরক্ষণের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় একই এলাকায় অভিযান চালিয়ে জননী ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে বনফুল ও ফার্মভিলেকে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার টাকা এবং ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে সর্তক করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।