আজ থেকে খুলছে সরকারী-বেসরকারী অফিস

আজ বুধবার (২৪ জুলাই) সকল সরকারী ও বেসরকারী অফিস সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। গতকাল (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সরকার ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে আরও একদিন (মঙ্গলবার) সরকারী ছুটি বাড়ানো হয়।

দেশের উদ্ভূত পরিস্থিতিতে জারি করা কারফিউ আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে বলবৎ থাকবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি থাকবে।

কারফিউ জারির পর থেকে চট্টগ্রামে আন্দোলনকারীরা মাঠে নামেনি। এদিকে কক্সবাজারে আকটা পড়া পর্যটকদের মঙ্গলবার সেনা পাহারায় ঢাকা পৌঁছে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সরকারী চাকুরিতে প্রবেশের কোটা প্রথা সংস্কারের দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবকটি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের ফলে গত রোববার সুপ্রীম কোর্ট ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটায় নিয়োগের রায় দেয়। পরে সেই রায়ের আলোকে সরকার গেজেট প্রকাশ করে।

মন্তব্য নেওয়া বন্ধ।