কেন্দ্রীয় বায়তুশ শরফ চট্টগ্রামের আয়োজনে আজ শনিবার (১৫ জুলাই) বায়তুশ শরফের ত্রি-রত্নের ইছালে-সওয়াব মাহফিল উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বায়তুশ শরফের ত্রি—রত্নগণ হলেন, হযরত কেবলা হলো মীর মুহাম্মাদ আকতার (রাহ), হুজুর কেবলা হলো শাহ সুফি মাওলানা আব্দুল জাব্বার (রাহ) এবং পীর সাহেব কেবলা বাহরুল উলুম শাহ সুফি কতুব উদ্দীন (রাহ)।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী (ম. জি. আ)।
এ উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দিন ব্যাপী নানা আয়োজনে রয়েছে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ত্রি-বার্ষিক সম্মেলন, বায়তুশ শরফেরে ত্রি-রত্ন হযরত কেবলা, হুজুর কেবলা এবং পীর সাহেব কেবলা জীবনীর উপর আলোচনা ও স্মরণ সভা।
আসরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আঞ্জুমান নওজোয়ান বাংলাদেশের অভিষেক নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শাখা প্রতিনিধি সম্মেলন।
মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত আনজুমনে নওজোয়ান বাংলাদেশের নব গঠিত কমিটির নির্বাহি সদস্য ও সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নিয়ে মত-বিনিময় অনুষ্টিত হবে।
রাত ৯টায় মেজবানের আয়োজন দিয়ে শেষ হবে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানে বায়তুশ শরফের সকল শুভাকাঙ্ক্ষিকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আনজুমনে নওজোয়ানের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুহাম্মাদ আবদুল হান্নান জিলানী ও সাধারণ সম্পাদক দিদারুল আলম।
মন্তব্য নেওয়া বন্ধ।