আটকেপড়া বাংলাদেশি নাবিকরা নিরাপদ : পররাষ্ট্র সচিব

ইউক্রেনে যুদ্ধে আটকেপড়া ২৮ বাংলাাদেশি নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর বাসস।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টায় প্রকাশিক বাসসের খবরে আরও বলা হয়, পোলান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় আটকেপড়া নাবিকদের সরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার রাতে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনও গণমাধ্যমকে জানান, ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে ইউক্রেনের একটি শেল্টার হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে প্রতিবেশী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নেওয়ার প্রস্তুতি চলছে।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহসহ জাহাজের নাবিকদের ইউক্রেন থেকে সীমান্তবর্তী কোন দেশে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে।

এদিকে নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে সশস্ত্র সংঘাতের মধ্যে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে এক নাবিকের মৃত্যুতে তারা শোক প্রকাশ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।