আতাউর রহমান খান কায়সার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে কাজ করেছেন

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণ পরিষদ সদস্য ও রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ১৩ তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ মনজুরুল হক বলেন, আতাউর রহমান খান কায়সার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে কাজ করেছেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট হলরুমে পরিষদের সভাপতি ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন পরিষদের জৈষ্ঠ সহ সভাপতি এ.এম.মাহবুব চৌধুরী, জেসমিন সুলতানা পারু, ইউছুফ সিকদার, জাফর আহমদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, নিবেন্দু বিকাশ চৌধুরী, মো. শাহজাহান চৌধুরী, মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, আব্দুর রহমান, কাজী আবদুল হাই, এম.হামিদ হোছাইন, অ্যাডভোকেট নাসরিন আক্তার চৌধুরী, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, মেরাজ তাহসিন শফি, অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, মোঃ আবদুল কাইয়ুম, তরুণ রায়, লায়ন মোঃ আবদুল কাইয়ুম, অধ্যাপক মোঃ ফরিদ আহমদ, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, অধ্যাপিকা ফাতেমা আকতার, শিক্ষাবিদ মোঃ আলাউদ্দীন, সিরাজুল হক, মো.আাসিফ ইকবাল, এস,এম.শহীদুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিটন, মোঃ সাইফুদ্দীন, মোঃ ইউছুফ, সোহাইল উদ দোজা সোহেল, তাশরিফুল ইসলাম, আবু মোঃ আরিফ, পরিবেশবিদ মো ইমতিয়াজ আহমেদ, প্রানেশ কুমার বড়ুয়া, অচিন্ত্য কুমার দাস প্রমুখ৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ মনজুরুল হক বলেন, আতাউর রহমান একজন স্বজ্জন, মেধাবী ও দেশ প্রেমিক রাজনীতিবিদ ছিলেন। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শে চির অবিচল থেকে কাজ করে গেছেন। আওয়ামী রাজনীতির চরম কঠিন সময়েও আতাউর রহমান খান কায়সার দলের প্রতি অনুগত ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বকে বেগবান করতে আতাউর রহমান কায়সার নিজ অবস্থান থেকে ভুমিকা রেখেছেন।

সভাপতি তার বক্তব্যে বলেন মরহুম জননেতা আতাউর রহমান আপাদমস্তক একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের, স্বাধীনতার চেতনা বাস্তবায়নের একজন জোরালো যোদ্ধা। শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সার আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।