আদালতে আত্মসমর্পন করেছেন প্রদীপের স্ত্রী চুমকি করন

কারাগারে পাঠানোর আদেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশের দুর্নীতির সহযোগী হিসেবে অভিযুক্ত তার স্ত্রী চুমকি করন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (২৩ মে) দুপুর ১২টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পন করেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক।

তিনি বলেন, দুদকের মামলায় পলাতক থাকা চুমকি করন আদালতে আত্মসমপর্ন করে জামিন আবেদন করেছেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, প্রদীপের স্ত্রী চুমকি কারন নগরীর পাথরঘাটায় ছয়তলা একটি বাড়ির মালিক, ষোলশহরের বাড়ি আছে। রয়েছে ৪৫ ভরি স্বর্ণ এবং একটি করে কার ও মাইক্রোবাস। এছাড়া তার নামে কক্সবাজারের একটি ফ্ল্যাটও আছে। তার স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকা।

বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার। সে হিসেবে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক। চুমকি নিজেকে মৎস্য ব্যবসায়ী দাবি করলেও এর কোনও অস্তিত্ব পাওয়া যায়নি তদন্তে।

২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

গত ২৬ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের ওপর শুনানি হয়। গত ১৫ ডিসেম্বর প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন হয়।

গত ২৯ জুন দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন। এরপর ২০ সেপ্টেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে একই আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন।

মন্তব্য নেওয়া বন্ধ।