আনন্দঘন পরিবেশে আনোয়ারার সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে নবীর বরণ

আনন্দঘন পরিবেশে চট্টগ্রামের আনোয়ারার সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র প্রদান, বার্ষিক ক্রীড়া, ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার, সার্টিফিকেট বিতরণসহ নবীর বরণ ও শান্তি স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী সদস্য ফারুক আহমদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বেসরকারি কারা পরিদর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবাইরুল আলম মানিক, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য এমদাদুল হক শাকিল, কাঞ্চন চক্রবর্ত্তী, রুপেশ সরকার, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিঠু কুমার ঘোষ ও পান্না শ্রী চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত, অভিভাবক সদস্য আবু তৈয়ব, সাবেক সভাপতি মো. হাসান চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য উৎপন দাশ, পোপন দত্ত, সজল নাথ, সমাজ সেবক কাজল সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।