চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। রোববার (২০ আগস্ট) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর সাহেব বানুর বাপের বাড়িতে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ভূমিমন্ত্রীর সহায়তা বিতরণ করেন রায়পুরের চেয়ারম্যান মো. আমিন শরীফ।
চেয়ারম্যান মো. আমিন শরীফ বলেন, ‘অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় নগদ ২১ হাজার টাকা, তাবু, প্রতি পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছেন। সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ, ইউপি সদস্য ডা. ছৈয়দ নুর, তৌহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য বুলবুল আকতার বকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান জনি, নাছির উদ্দিনসহ বিভিন্ন নেতা-কমীরা উপস্থিত ছিলেন।’
মন্তব্য নেওয়া বন্ধ।