চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের ইছাখালী এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জনস্বার্থে অভিযান চালিয়ে স্থানীয় মো. আজগর নামের এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা, মো. জাহেদুলকে ৫০ হাজার টাকা ও মো. খোকনকে ১ লাখ টাকাসহ তিনজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য নেওয়া বন্ধ।