আনোয়ারায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের আনোয়ারায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। রোববার (২৩ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদর ইউনিয়নে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সৈয়দের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নোয়াব আলী চেয়ারম্যানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, সগীর আজাদ আহমেদ।

চেয়ারম্যানদের মধ্যে এম.এ কাইয়ূম শাহ্, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, যুবলীগের আহবায়ক শওকত ওসমানসহ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকমীরা।

পরে কেককাটা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।