আনোয়ারায় আগুনে পুড়লো ২ বসতঘর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাত্র ২ দিনের ব্যবধানে আগুনে পুড়লো ২ বসতঘর৷ শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মোহাম্মদ কামাল ও মোহাম্মদ টিপু। জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ভাড়া থাকেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এই আগুনে পুড়ে ভস্মীভূত হয় দুইঘর।

আগুনের খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মুজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মুজিবুর বলেন, শনিবার বিকেলে বসতঘরে আগুন লাগার সংবাদ পেলে দ্রুত একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ করতে ২০মিনিট সময় লেগেছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।