চট্টগ্রামের আনোয়ারায় বাজেটকে স্বাগত জানিয়ে মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে আনোয়ারা ও কর্ণফুলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৮ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেল নামে একজনকে গ্রেপ্তার করতে গেলে এই সংঘাতের ঘটনা ঘটে। তিনি যুবলীগ নেতা ও নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী।
স্থানীয় ও পুলিশ সূতে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে আসামি মোজাম্মেলকে গ্রেপ্তার করতে গেলে নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা মিলে আসামি মোজাম্মেলকে ছিনিয়ে নেন। এর মধ্যে কয়েকশ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। পুলিশ সদস্যদের ঘিরে ধরে ধাক্কা দেয়, গাছ দিয়ে আঘাত করে এবং একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ-ছয় রাউন্ড গুলিবর্ষণ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, কিছু বুঝে ওঠার আগেই পুলিশের উপর হামলা হয়। ঘটনার পর আমরা সেখান থেকে চলে আসি। আমাকে এবং আনোয়ারার ওসি স্যারকে মেডিকেল নেওয়া হচ্ছিল। তখন জানতে পারি, আবার হামলা হয়েছে। চৌমুহনী বাজার থেকে এসআরএফের (স্পেশাল রিজার্ভ ফোর্স) একটি গাড়ি ফেরার পথে রাস্তায় ব্যারিকেড দিয়ে সেটিতে হামলা করে ভাঙচুর করে। সেখানে আরও ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের আনোয়ারা সেন্টার এলাকায় বাজেটকে স্বাগত জানানোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীরা। সেই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে এই ঘটনা ঘটে।
মন্তব্য নেওয়া বন্ধ।