চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার(৩১ জুলাই) রাতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মোহাম্মদ নুরুচ্ছফাকে সভাপতি এবং এম. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদন দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপির দিক নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত আংশিক কমিটির অন্যন্যরা হলেন, সহ সভাপতি শওকত ওসমান, প্রণতোষ দত্ত, আবদুল্লাহ আল হারুন, রণবীর দত্ত, এ কিউ এম সাইফুল্লাহ খান চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সুলতান মানিক।
শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানিয়ে জসিম উদ্দীন চৌধুরী বলেন, সংগঠনকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়কে নৌকা প্রতীকে জয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দরা।
সদ্য সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম বলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে। গঠিত কমিটিতে সাধারণ সম্পাদক করায় আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে শক্তিশালী করে ভূমিমন্ত্রী মহোদয়কে নৌকা প্রতীকে আবারও জয়ী করতে অগ্রণী ভূমিকা রাখবে ইউনিয়ন আওয়ামী লীগ।
মন্তব্য নেওয়া বন্ধ।