চট্টগ্রামের আনোয়ারায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার রাতে উপজেলার চাতরী ইউনিয়নের টানেল সড়কের মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার উখিয়া ক্যাম্প-১২ রোহিঙ্গা আবদুল্লাহ শেখ (৩০) তার স্ত্রী নুর হাবা (২৮), আনোয়ারা বেগম (৪০) ও রমজান বিবি (২২)।
অভিযানটির নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মারজানা ইয়াসমিন। এ সময় তাদের তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলেও জানান উপ পরিদর্শক মারজানা ইয়াসমিন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জনান, এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ৪ রোহিঙ্গার বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক মামলা দায়ের করেছেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য নেওয়া বন্ধ।