আনোয়ারায় কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া সিইউএফএল ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) সার কারখানার প্ল্যান্টে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মো. হামিদুল্লাহ বিশ্বাস (৩৮) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে সার কারখানার প্ল্যান্ট-২ এ ঘটনা ঘটে। নিহত মো. হামিদুল্লাহ বিশ্বাস নাটোর জেলার।সে কারখানার প্ল্যান্ট-২ এর টেকনিশিয়ান ছিলেন।

জানা গেছে, এ সময় গুরুতর আহত হন প্ল্যান্টের মো. আবুল কাসেম (৪৫) নামে আরও এক বিদ্যুৎ শাখায় কর্মরত টেকনিশিয়ান। সে উপজেলায় বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকার নুরু মিয়ার পুত্র। তাকে উদ্ধার করে সহকর্মীরা কারখানায় হসপাতালে নিয়ে যান।

সিবিএ সভাপতি ফরিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানায় প্ল্যান্টে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হামিদুল্লাহ। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল হোসেন রেজা বলেন, ডিএপিএফসিএল সার কারখানার প্ল্যান্টে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।