চট্টগ্রামের আনোয়ারা থানার আলোচিত ও চাঞ্চল্যকর নাবালিকা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনামুল হক মনির ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-২, ঢাকা এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। মনিরের বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দা থানাধীন কৈলাট এলাকায়।
র্যাব-৭ জানায়, ২০১৮ সালে রাজমিস্ত্রি এনামুল হক মনির চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা এলাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতো। কাজের সুবাদে গিয়ে ভুক্তভোগীকে প্রায়ই সে উত্যক্ত করতো। একদিন ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মনির কৌশলে ভিকটিমকে অপহরণ করে গাজীপুর জেলার শ্রীপুর জৈনা বাজার এলাকায় একটি বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করে।
পরে পরিবার ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার আদালতে নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে (সংশোধিত ২০০৩) মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
র্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, নাবালিকা কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।