আনোয়ারায় কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অরুন দত্ত (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (২ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈখাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত অরুন চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা এলাকার নুনিয়া দত্তের পুত্র।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে দোকান থেকে নাস্তা নিয়ে বেড়িবাঁধের সেদিকে যাওয়ার সময় বেড়িবাঁধের জমিতে ধর্ষণের চেষ্ঠা করে আটককৃত যুবক। তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাতেনাতে আটক করে অভিযুক্ত যুবককে। পরে থানা পুলিশকে খবর দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।