আনোয়ারায় কিশোরীর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীর গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

গত বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবরের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশের সাব ইন্সপেক্টর জয়নাল আবেদীন আহমদ নুর মোহাম্মদ হাসান নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক বাবুল বলেন, তারা ভুক্তভোগী কিশোরীর ঘরে এসে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং টাকা দাবি করলে স্থানীয়রা তাদের আটক করে। বিষয়টি আমাকে জানানোর পর আমি থানা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে গেছে বলে জেনেছি।

জানতে চাইলে থানার সাব ইন্সপেক্টর জয়নাল আবেদীন বলেন, এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলো তারা। স্থানীয়রা তাদের আটক করে রেখেছে বলে জেনেছি আমরা। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের থানায় নিয়ে আসা হয়। তবে কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় থানায়ও কেউ কোনো অভিযোগ করেনি।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে কিশোরীর ঘরে আসেন ৫ ব্যক্তি। তাদের মধ্যে আহমদ নুর ও মোহাম্মদ হাসান নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং তাদের কাছে কিশোরীর গোপন কিছু ভিডিও রয়েছে বলে জানায়। এ ভিডিও জন্য ৫০ হাজার টাকা দাবি করেন তারা। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এ সময় উভয়ের কথা-কাটাকাটি শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানান।

ভিকটিমের মা জানান, মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে চন্দনাইশের একটি বখাটে ছেলে প্রতিনিয়ত বিরক্ত করছে। গত বুধবার রাতে ৫ লোক আমাদের ঘরে এসে ভিডিও রয়েছে বলে জানায় এবং ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তাদের কাছে রক্ষিত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এলাকার মানুষের সহযোগিতায় তাদের আটক করে বিষয়টি চেয়ারম্যানকে জানানোর পর তিনি পুলিশের হাতে তুলে দেন।

মন্তব্য নেওয়া বন্ধ।