আনোয়ারায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানান কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের আনোয়ারায় পালিত হয়েছে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (১৩) ডিসেম্বর দুপুরে উপজেলার কালাবিবি দিঘীর মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউচুপ, সাইফুদ্দীন সিদ্দিকী সোহেল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোক্তার হোসেন, সদস্য আবদুল মতিন, আবদুল রাজ্জাক, আবদুল মন্নান, জাহাঙ্গীর, আরফাত হোসেন, সাইফুর রহমান, মোহাম্মদ  মারুফ, মোহাম্মদ নাছির, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ সায়েদ প্রমুখ।

এ সময় উপজেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন সুমন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষি ও কৃষিবান্ধব এবং কৃষকের উন্নয়নের অগ্রপথিক। জিয়ার গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। তাই জিয়াউর রহমানের কৃষি বিপ্লবকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং কৃষি ও কৃষকদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী টানেল সংযুক্ত সড়কের মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।