আনোয়ারায় খতিজা-সেলিম হেফজ ও এতিমখানার উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে গরীব-অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য গড়ে উঠেছে খতিজা-সেলিম হেফজখানা ও এতিমখানা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এটির উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও মাদ্রাসাটির প্রতিষ্ঠা এস.এম আলমগীর চৌধুরী।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিছের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলধর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, জুঁইদন্ডীর চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিছ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল, ক্যাপ্টেন নুর মুহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, সাংগঠনিক সম্পাদক ইফতেখাইরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সরোয়ার জাহান, আইয়ূব আলী, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন প্রমূখ।

এস.এম আলমগীর চৌধুরী বলেন, ‘মানুষের জীবন-মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, রাজনীতি করি মানুষের জন্য। মৃত্যুরপর এই ধর্মীয় প্রতিষ্ঠানই নাজাতের উছিলা হিসেবে থাকবে। জেলা পরিষদের সদস্য হয়ে আমি আনোয়ারায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমার মা-বাবার নামেই প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় গরীব-অসহায় ও মেধাবী এতিম শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষাসহ থাকা-খাওয়া ব্যবস্থা থাকবে এখানে।’

মন্তব্য নেওয়া বন্ধ।