আনোয়ারায় গাউসিয়া কমিটির র‌্যালি

বিশ্বমানবতার মুক্তির দূত রাসুলে করিম (দ.) এ ধরাধামে শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের আনোয়ারা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শোলকাটা খানকায়ে কাদেরীয়া ছৈয়দিয়া তৈয়বিয়া তাহেরীয়া ধর্মপ্রাণ মুসল্লিরা এ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র্যালির শুরুতে দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করে মোনাজাত করেন চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী। র‌্যালি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মাহাবুবুল হক খান।

উপজেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম আনোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—সোবাহানীয় আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, মাওলানা ছৈয়দ মাহামুদুল হক নঈমী, আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মোজাফফর আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী। র‌্যালি ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী।

র‌্যালিটি খানকায়ে কাদেরীয়া ছৈয়দিয়া তৈয়বিয়া তাহেরীয়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চাতরী চৌমহনী বাজার, কাফকো বন্দর কমিউনিটি সেন্টার, বকতিয়ারপাড়া, কালিবাড়ি, বটতলী মোহছেন আউলিয়া, বরুমচড়া রাস্তারমাথা, বারখাইন, হাইলধর ও আনোয়ারা সদরের প্রায় ৫০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শোলকাটা ছুরুতবিবি জামে মসজিদে এসে শেষ হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।