আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৫ দোকান

আনোয়ারাস্থ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) রাঙাদিয়া ১৫ নম্বর ফেরিঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চায়ের দোকানের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২টি মুদির দোকান ও ৩টি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্তরা হলেন, উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদ করিম, মোহাম্মদ রহিম, রমজান আলী, আসহাব উদ্দিন ও আলাউদ্দিন। আনোয়ারা ও রাঙ্গাদিয়া সিইউএফএল ফায়ার সার্ভিসের টিম প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

ঘটনার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদুল ইসলাম জানান, ফেরিঘাট এলাকায় আসহাব উদ্দিনের চা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে পুড়ে যায় আরও চারটি দোকান। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বেলাল হোসেন বলেন, প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুনে ৫টি দোকান পুড়ে যায়। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।