চট্টগ্রামের আনোয়ারায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় সিইউএফএল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ট্রাইব্রেকারে জয়ী হয়েছেন মেরিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমুল উল্লাহ্, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার মধ্যে ফুটবলে বালিকা পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে বালক বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় আর কাবাডি বালিকা আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তৈলারদ্বীপ এশার্দ আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এদিকে হ্যান্ডবলে হাজীগাঁও সরোয়ার জামান নিজাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র চ্যাম্পিয়ন হয়। বালিকা বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রকে পরাজিত করে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক, মো. এনামুল হক, আসমত আলী, সমীর দাশ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রাকিব।
মন্তব্য নেওয়া বন্ধ।