চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব কেঁয়াগড় কালু মহাজনের বাড়ির নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম পাপিয়া দাশ (৩৭)। তিনি দুই সন্তানের জননী ও পলাশ দত্তের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ঘরে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আত্মহত্যা করেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।