আনোয়ারায় ছিনতাইকারী-ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. বেলাল (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার বরুমচড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।

গ্রেপ্তারকৃত বেলাল বরুমচড়া এলাকার দুলা মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি সোহেল আহমেদ জানান, গত ১০ ডিসেম্বর দিনদুপুরে উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বেলাল। এ ঘটনায় মামলার পর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রীজ এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ খালেদা বেগম (৩১) ও নুরুজ্জামান (৫৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খালেদা কক্সবাজার জেলার চকরিয়া করমোহরী এলাকার নুরুল আলমের মেয়ে এবং নুরুজ্জামান সাতকানিয়া উপজেলার খাগারিয়া এলাকার মৃত মীর আহমদের পুত্র।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বিক্রির দুইজনই চট্টগ্রাম আসছিলো এমন সংবাদের ভিত্তিতে তৈলারদ্বীপ ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরও বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।