চট্টগ্রামের আনোয়ারায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনাকি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রে প্রধানের দায়িত্ব পালন করেন ডা. মুহিদুল ইসলাম চৌধুরী ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জামশেদুল ইসলাম। পরীক্ষার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জোনাকি মেধাবৃত্তি ২০২৩ পরিচালনা কমিটি। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার ইয়াকুব, ইস্কান্দার হিরো, ওবায়দুল হক টিটুসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম বলেন, ‘জানাকি ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠারপর থেকে স্বেচ্ছায় রক্তদান, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবৃত্তি, বন্যার ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এসব মানবিক কাজ গুলো আগামীতেও অব্যাহত থাকবে।’
মন্তব্য নেওয়া বন্ধ।