আনোয়ারায় ডিবি পরিচয়ে হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক বসতবাড়িতে ঢুকে হামলার চালিয়ে চলে যাওয়ার সময় অস্ত্রসহ ৮ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় একটি দেশীয় তৈরী বন্দুক ও কার্তুজ।

মঙ্গলবার (৩০ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জামালের বাড়িতে হামলা চালিয়ে পালানোর সময় বরুমচড়া ভরাচর বেঁড়িবাধ এলাকায় স্থানীয়দের হাতে আটক হন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার মো. মহিউদ্দিন (১৯), কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সাগর (২০), বাঁশখালী উপজেলার মাহমুদুল হাসান (৩০), মাহমুদুল ইসলাম (২২), নজরুল ইসলাম (১৯), আবদুল মালেক (২৭), মিজানুর রহমান (২২) ও চন্দনাইশ উপজেলার অভিজিত দাশ (২৩)।

জানা গেছে, উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের চাঁনমিয়া মাঝির বাড়ির মোহাম্মদ মোক্তারের সঙ্গে একই এলাকার মোহাম্মদ জামালের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাতে এরই জের ধরে মোক্তারের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে জামালের পরিবারের উপর হামলা ও ভাংচুর চালায়। এ সময় আহত হন মো. জামালের ছোট ভাই মোহাম্মদ জালাল। পরে তাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

তাদের ধাওয়া করে বরুমছড়া ভরাচর বেঁড়িবাধ এলাকায় আটজনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনায় মোহাম্মদ মোক্তারকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন মোহাম্মদ জামাল।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করে । এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার সকালে ২টি মামলা হয়েছে থানায়। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে জুইঁদন্ডী এলাকার মোক্তার তাদের ভাড়া করে নিয়ে আনে এবং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মাস্টারের সঙ্গে মোক্তার বিরোধের জের ধরে চেয়ারম্যানের লোক জালালের উপর তারা হামলা করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।