চট্টগ্রামের আনোয়ারায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। প্রচারেও এগিয়ে রয়েছেন সকলে। তারাই মূল লড়াইয়ে থাকবেন বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা। শেষ পর্যন্ত কে বিজয়ের মালা পরবেন, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা বিশ্লেষণ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন রোববার (১২ মে) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তারা হলেন, চেয়ারম্যান পদে আবুল কালাম চৌধুরী ও ছাবের আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ। তিনি বলেন, আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ১৫ প্রার্থীর মধ্যে তিন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ফলে চেয়ারম্যান পদে তিন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী নির্বাচনে লড়বেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান তিন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেনি। সোমবার প্রতীক নিয়ে ভোটের মাঠে নামছে ১২ জন প্রার্থী।
তবে ভোটাররা যে তিনজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন তারা হলেন—বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থাকা আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক ফিরে আসার সুযোগ নিতে চাচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সমর্থকরা। তার সমর্থকরা চেয়ারম্যান পদে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। রাজনীতিতে নিজেদের অবস্থান ফিরিয়ে আনতেই তিনি প্রার্থী হয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে অনুপস্থিত থাকা সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক ফিরে আবার আলোচনার জন্ম দিয়েছেন।
এছাড়া বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনের বাইরে গিয়ে প্রার্থী হয়ে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে। তবে জাবেদ এমপি পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখার জন্য তার সমর্থন নিয়ে ভোটের মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সম্প্রতি চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাসায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের নাম সমর্থন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারও নাম সমর্থন করা হয়নি।
দু’বারের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনী তার অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারার উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক পারভীন হাবিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট চুমকি চৌধুরী। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন ভোটারদের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে।
প্রসঙ্গত, উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার সংখ্যা রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৮৮৮জন এবং মহিলা ১ লাখ ৯ হাজার ২২১জন।
মন্তব্য নেওয়া বন্ধ।