চট্টগ্রামের আনোয়ারার দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপ্ত ছাত্রদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮) ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলা কালাবিবির দীঘির মোড়ে একটি কমিউনিটি হলে হিফজ সমাপনী ১৭জন ছাত্রকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মারুফুল ইসলাম বলেন, বিগত ২০২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত অত্র প্রতিষ্ঠান থেকে ৭০জনের অধিক ছাত্র হিফজ সমপন্ন করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। আজকে ১৭ জন বিদায়ী ছাত্রদেরকে পাগড়ী-সনদ এবং মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রদের অভিভাবকগণকে সনদ প্রদান করা হয়। বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।
দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারার আমীর মাষ্টার আবদুল গণি, জামেয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নোমান জাহাঙ্গীর, আশিয়া বায়তুন নুর মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার, চন্দনাইশ বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোজ্জামেল, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি হাফেজ মহিউদ্দীন, মাওলানা ইউনুস, মাওলানা মোকাদ্দেছ হোছাইন তোরাবী, মাওলানা সৈয়দ নুর আনোয়ারী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা কারী ফোরকান মাহমুদ আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক খালেদ মনসুর, জাহাঙ্গীর আলম, মো. ফারুক সওদাগর, মো. সেলিম সওদাগর প্রমূখ।
মন্তব্য নেওয়া বন্ধ।